Site icon Jamuna Television

ঝিনাইদহে ইতালি ফেরত দম্পতি বিশেষ পর্যবেক্ষণে

ঝিনাইদহ প্রতিনিধি:

ইতালি থেকে ফিরে এসেছে ঝিনাইদহের এক দম্পতি। তারা দীর্ঘদিন ইতালিতে ছিলেন। সোমবার রাতে তারা বাড়িতে আসেন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন আজ মঙ্গলবার তাদের বাড়িতে যান এবং বাইরে না যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি ওই দম্পতিকে সার্বক্ষনিক পর্যবেক্ষনে রাখা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম জানান, ইতালি থেকে ঝিনাইদহের দুই ব্যক্তি বাড়ি ফিরে এসেছেন। এই খবর পেয়ে তারা মঙ্গলবার ঝিনাইদহ শহরস্থ তাদের বাড়িতে যান। ওই দুই ব্যক্তির সঙ্গে কথা বলেন। পরে তাদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে ১৪ দিনের পর্যবেক্ষনে থাকার জন্য বলা হয়েছে। তিনি জানান, এই ১৪ দিন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সার্বিক খোঁজখবর রাখা হবে।

তবে ওই দুই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করতে চাননি স্বাস্থ্য বিভাগ।

এদিকে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলা, উপজেলায় কমিটি গঠন করা হয়েছে। আইসোলেশন ইউনিট গঠন, ডাক্তারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে, নার্সদেরও প্রশিক্ষণ দেয়া হবে। জেলা সদরে নার্সিং ইনস্টিটিউট ও শিশু হাসপাতালকে ইউনিট হিসাবে রাখা হয়েছে। এখানে ১শ জনের চিকিৎসা দেয়া যাবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার জনকে চিকিৎসার ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন সেলিনা বেগম।

Exit mobile version