Site icon Jamuna Television

ইতালিতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৬৮ জনের

২৪ ঘণ্টায় ইতালিতে ‘কোভিড নাইনটিনে’ প্রাণ হারালো ১৬৮ জন। যা দেশটিতে একদিনে মৃত্যুর ক্ষেত্রে রেকর্ড। এরফলে ইউরোপীয় দেশটিতে নভেল করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৩১ জনে; আক্রান্ত ১০ হাজারের বেশি।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভাইরাস আক্রান্ত এলাকাগুলোয় সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মেয়র। দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩০ জন। স্বাস্থ্যমন্ত্রী নেডিন ডোরিস কোভিড নাইনটিনে আক্রান্ত, এই খবরে ব্রিটেনে রীতিমতো শোরগোল পড়ে গেছে। বর্তমানে স্বেচ্ছা কোয়ারেনটাইনে রয়েছেন তিনি।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও একদিনের ব্যবধানে ৫৪ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৮ হাজারের বেশি। বিশ্বের ১১৯টি দেশে ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ভাইরাসটিতে, সংক্রমিত ১ লাখ ১৮ হাজারের বেশি।

Exit mobile version