Site icon Jamuna Television

বন্দিমুক্তির অনুমতিপত্রে সই করলেন আফগান প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সাথে শান্তিচুক্তির আওতায় দেড় হাজার তালেবান বন্দিমুক্তির অনুমতিপত্রে সই করলেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।আগামী ৪ দিনের মধ্যে মুক্তি প্রক্রিয়া শুরু হবে এ বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্টের মুখপাত্র সাদিক সিদ্দিকী।

তবে দুই পৃষ্ঠার ডিক্রির শর্ত অনুসারে মুক্তিপ্রাপ্তরা কখনোই যুদ্ধক্ষেত্রে ফিরতে পারবে না। আফগান-তালেবান আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরুর আগেই বন্দিমুক্তি ইতিবাচক প্রভাব ফেলবে এমন প্রত্যাশা সরকারের।

গেলো মাসে তালেবানের সাথে দীর্ঘ দু’দশকের সংঘাত নিরসনে শান্তিচুক্তি হয় যুক্তরাষ্ট্রের। শর্ত মোতাবেক তালেবান হামলা বন্ধ রাখলে ১৪ মাসের মধ্যে সব সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। সেখানেই ৫ হাজার তালেবানের বিনিময়ে এক হাজার আফগান নিরাপত্তাকর্মীর মুক্তির বিষয়টি রয়েছে।

Exit mobile version