Site icon Jamuna Television

‘করোনা নিয়ে রাজনীতি না করে বিএনপির উচিত সরকারকে সহযোগিতা করা’

করোনার মত মানবিক ইস্যু নিয়ে রাজনীতি না করে বরং পরিস্থিতি মোকাবেলায় বিএনপির উচিত সরকারকে সহযোগিতা করা, এমন আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলের এক যৌথ সভা শেষে ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক অঙ্গণে যে ধরনের সম্পর্ক থাকা উচিত বিএনপি সেখানে দেয়াল তুলে দিয়েছে। নির্বাচন ও আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে এখন করোনাভাইরাস নিয়ে নিকৃষ্ট রাজনীতি করছে বিএনপি। বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে চীনে করোনাভাইরাসের সংক্রমণের পরপরই প্রস্তুতি নেয়া হয়েছে।

ওবায়দুল কাদের জানান, করোনার জন্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে; বাতিল হয়নি। বঙ্গবন্ধুর জন্মক্ষণ স্মরণে ১৭ মার্চ রাত ৮টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলোয় আধঘণ্টার আতশবাজির আয়োজন থাকবে বলেও জানান তিনি।

Exit mobile version