বগুড়া ব্যুরো
বগুড়ায় বিদেশ ফেরত ৫ বাংলাদেশিকে হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। বগুড়ার এই নাগরিকরা সাম্প্রতিক ইতালি ও চীন থেকে দেশে ফিরেছেন। তবে এখনো পর্যন্ত তারা শারীরিকভাবে সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তিতাস জানান, সোনাতলা উপজেলায় যে দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা ইতালি থেকে দেশে ফিরেছেন। আর সদর উপজেলায় যে তিনজনকে গৃহ-অন্তরীণ রাখা হয়েছে তাদের দুজন চীন থেকে এবং একজন ফিরেছেন ইতালি থেকে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সামির হোসেন মিশু জানান, বিদেশ সফর করে আসা এই ৫ নাগরিক এখনো সুস্থ আছেন। তবে নিয়ম অনুযায়ী তারা ১৪ দিনের পর্যবেক্ষণে রয়েছেন। #

