Site icon Jamuna Television

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আজকের ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে ছন্দে থাকা ওপেনার তামিম ইকবালকে। এছাড়াও দলে নেই লেগস্পিনিং অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব ও পেসার শফিউল ইসলাম।
অভিষেক হয়েছে তরুণ পেসার হাসান মাহমুদের। এছাড়াও দলে ফিরেছেন পেসার আল আমিন হোসেন।

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে ‘হোয়াইটওয়াশ’ করার অনন্য সুযোগে রয়েছে টাইগাররা। অন্যদিকে, সফরকারীদের লক্ষ্য পুরো সফরে অন্তত একটি ম্যাচে জয়লাভ করা। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও জয়ের মুখ দেখতে পায়নি সফরকারীরা। একতরফাভাবে হেরেছে প্রথম ওয়ানডেতেও।

Exit mobile version