Site icon Jamuna Television

বগুড়ায় ট্রাক চাপায় ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

বগুড়া ব্যুরো

বগুড়া শহরের উপশহর হাউজিং এস্টেট এলাকায় ট্রাকচাপায় এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে হাউজিং এস্টেট মসজিদের পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমনের বাড়ি সদর উপজেলার কুটুরবাড়ী এলাকায়।

উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবদুল গফুর যমুনা নিউজকে জানান, ইলেকট্রিক মিস্ত্রি সুমন (২৩) কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মসজিদের পাশের ওই সড়ক দিয়ে যাবার সময় ইটবোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সুমন নিয়ন্ত্রণ হারিয়ে বাইকসমেত সড়কে পড়ে যান। এসময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকের চালক ও সহকারী ঘটনার পর পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Exit mobile version