Site icon Jamuna Television

করোনাভাইরাসের কারণে ‘করোনাভাইরাস সম্মেলন’ স্থগিত

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ডুয়িং বিজনেস আন্ডার করোনাভাইরাস’ নামে গোলটেবিল বৈঠকটি বাতিল করা হয়েছে। আগামী শুক্রবার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় অনুষ্ঠানগুলোসহ নিউইয়র্ক ও ওয়াশিংটনের সব অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এ খবর দিয়েছে ব্লুমবার্গ।

মঙ্গলবার গ্রেটার নিউ ইয়র্ক অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সিএফআরের স্থগিত করা অনুষ্ঠানগুলো সম্প্রতি আর অনুষ্ঠিত হচ্ছে না। তবে স্থগিতের তালিকায় থাকা কার শো’র অনুষ্ঠান আগামী আগস্টের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ব্লুমবার্গ নিউজের সংগৃহীত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৫০টিরও বেশি কর্পোরেট ইভেন্ট বাতিল করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ইভেন্টগুলোতে প্রায় ১ মিলিয়ন লোকের সমাগম হওয়ার কথা ছিল।

Exit mobile version