Site icon Jamuna Television

ভারতে গোমূত্রের স্যানিটাইজার ও গোবরের সাবান কেনার হিড়িক!

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ভারতে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার ও গোবরের সাবান কেনার হিড়িক পড়েছে!

দেশটিতে যখন হ্যান্ড স্যানিটাইজারের সংকট, ঠিক তখন ‘কাউপ্যাথি’ নামে এক ব্র্যান্ড বাজারে এনেছে হ্যান্ড স্যানিটাইজার।

বিভিন্ন ই-কমার্স সাইটে দেদারছে বিক্রি হচ্ছে সেই স্যানিটাইজার। তবে এই স্যানিটাইজারের কোনো কার্যক্ষমতা আছে কিনা, তার প্রমাণ এখনও মেলেনি।

ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, ই-কমার্স সাইটে ৫০ মিলিলিটারের দুটি হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে মাত্র ১০০ টাকায়; যা গরুর গোমূত্র দিয়ে তৈরি। আর ২১০ টাকায় পাওয়া যাচ্ছে ‘কাউপ্যাথি’ সাবানের প্যাক; যা গোবর দিয়ে তৈরি।

তবে চিকিৎসকরা অ্যালকোহল জাতীয় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত করোনাভাইরাস আতঙ্কের পর থেকে গোমূত্র এবং গোবরের ওপরেই প্রবল আস্থা দেখিয়েছেন হিন্দু মহাসভার সভাপতি চক্রপাণি মহারাজ।

এই মারণ ভাইরাস নির্মূল করতে গোমূত্র, গোবর এবং গোজাত সামগ্রীর উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

দিল্লিতে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে চা পার্টির মতো ‘গোমূত্র পার্টি’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে হিন্দু মহাসভা।

Exit mobile version