Site icon Jamuna Television

টম হ্যাঙ্কস ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

‘ফরেস্ট গাম্প’-খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিতা উইলসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একটি টুইট বার্তায় টম হ্যাঙ্কস নিজেই এমনটি জানিয়েছেন।

এ ঘটনায় এই অভিনেতা ও তার স্ত্রীকে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে গোল্ড কোস্ট এলাকায় একটি হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। ছবির শুটিংয়ের কাজে ৬৩ বছর বয়সী টম অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন।

টুইটে টম হ্যাঙ্কস বলেন, আমরা কিছুটা অবসাদে ভুগছি, আমাদের ঠাণ্ডা লেগেছে এবং শরীরে ব্যাথা আছে। স্বাস্থ্য পরীক্ষায় আমাদের করোনাভাইরাস ধরা পড়েছে।

অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ১২২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে তিনজনের।

Exit mobile version