Site icon Jamuna Television

ইতালি ফেরত এক যাত্রীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে

ইতালি থেকে দেশে ফেরা একজনকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরে তাপমাত্রা বেশি থাকায় ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে সকালে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান।

সকালে নিজ কার্যালয়ে তিনি জানান, বিদেশ থেকে আসা প্রতিটি যাত্রীর স্বাস্থ্যের অতীত রেকর্ড নেয়া হচ্ছে। যেসব দেশ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি সেসব দেশ থেকে ফেরা যাত্রীদের গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিমানবন্দর পরিচালক জানান, স্বাস্থ্য পরীক্ষা ছাড়া বের হওয়ার কোন সুযোগ নেই। যদি কেউ ফাঁকফোকর দিয়ে বের হয়েও যায় সে ইমিগ্রেশন পার হতে পারবে না।

তবে গত ক’দিনের মতোই যথাযথ পরীক্ষা হচ্ছে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন যাত্রীরা। ক্ষোভ প্রকাশ করেছেন অব্যবস্থাপনা নিয়েও।

এদিকে স্বাস্থ্য পরীক্ষায় আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি স্ক্যানার কাজ করছে।

Exit mobile version