Site icon Jamuna Television

কু‌ড়িগ্রামে বিদেশ ফেরত একজন হোম কোয়ারেন্টাইনে

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
কুড়িগ্রা‌মে ক‌রোনাভাইরাস সংক্রমণ সতর্কতায় বি‌দেশ ফেরত একজনকে হোম কোয়ারেন্টাই‌নে রাখা হ‌য়ে‌ছে। গত ৮ মার্চ ঐ ব্যক্তি দুবাই থে‌কে দে‌শে আসলে তা‌কে হোম কোয়ারেন্টাই‌নে থাকার পরামর্শ দেওয়া হ‌য়ে‌ছে ব‌লে জানান সিভল সার্জন ডাঃহাবিবুর রহমান।

তিনি বলেন, কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলার হলোখানা ইউ‌নিয়‌নের বা‌সিন্দা সম্প্রতি দুবাই থে‌কে দে‌শে আসেন। সংবাদ পেয়ে স্বাস্থ‌্য বিভা‌গের পক্ষ থে‌কে ওই ব‌্যক্তির সা‌থে যোগা‌যোগ ক‌রে তা‌কে হোম কোয়ারেন্টাই‌নে থাকার পরামর্শ দেওয়া হ‌য়ে‌ছে। ওই ব‌্যক্তির ওপর স্বাস্থ‌্য বিভা‌গের পক্ষ থে‌কে নজরদা‌রি রাখা হ‌চ্ছে ব‌লেও জানান এই চিকিৎসক।

তিনি আরো বলেন,দুবাই ফেরত বাংলা‌দে‌শি এখন পর্যন্ত সম্পুর্ণ সুস্থ‌ ও স্বাভা‌বিক র‌য়ে‌ছেন। তারপরও সতর্কতা হি‌সে‌বে আমরা তা‌কে ১৪ দিন হোম কোয়ারেন্টাই‌নে থাকার পরামর্শ দি‌য়ে‌ছি। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নজরও রাখা হয়েছে।

স্বাস্থ‌্য বিভাগ সূ‌ত্রে জানা যায়, গতমাসেও সদর উপ‌জেলার কাঁঠালবাড়ী ইউ‌নিয়‌নের চীন ফেরত দুই বাসিন্দা‌কে ১৪ দিন ‌হোম কোয়ারেন্টাই‌নে রাখা হ‌য়ে‌ছিল। তা‌দের ম‌ধ্যে কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। এখন তারা কোয়ারেন্টাইন থে‌কে মুক্ত।

এছাড়া সিভিল সার্জন আরো বলেন,স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে পু‌রো জেলায় নজরদা‌রি রাখ‌া হয়েছে। বি‌দেশ ফেরত কারো খোঁজ পাওয়া গেলেই তা‌দের‌কে হোম কোয়ারেন্টাই‌নে রে‌খে নজরদা‌রি রাখা হ‌চ্ছে।

Exit mobile version