Site icon Jamuna Television

যশোরে একই পরিবারের ছয়জন হোম কোয়ারেন্টাইনে

স্টাফ রিপোর্টার, যশোর
যশোরের চৌগাছায় ইতালি ফেরত এক দম্পতির পরিবারের ছয় সদস্যকে কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। গত ৭ মার্চ ইতালি থেকে যশোরের চৌগাছায় নিজ বাড়িতে ফেরেন এই দম্পতি। তিনদিন নিজ বাড়িতে কাটানোর পর গত সোমবার (৯ মার্চ) সস্ত্রীক শ্বশুরবাড়ি ঝিনাইদহ শহরের আরাপপুর মাস্টারপাড়ায় বেড়াতে যান তিনি।

পরে বুধবার (১১ মার্চ) ওই ব্যক্তির বাবাসহ পরিবারের ৬ জনকে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তবে হোম কোয়ারেন্টাইনে থাকা ৬ জনের কারও শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) কোনও লক্ষণ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার।

এদিকে যশোরে মনিরামপুরে সৌদিআরব ফেরত ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে।

Exit mobile version