Site icon Jamuna Television

শেষ কর্মদিবস পার করলেন আপিল বিভাগের দ্বিতীয় নারী বিচারপতি

বিচার বিভাগে শেষ কার্যদিবস পার করলেন আপিল বিভাগের দ্বিতীয় নারী বিচারপতি জিনাত আরা। আগামী ১৫ মার্চ অবসরে যাচ্ছেন তিনি। কিন্তু ওই সময়ে অবকাশকালীন ছুটি থাকায় বৃহস্পতিবারই তাকে বিদায় সংবর্ধনা জানিয়েছে অ্যাটর্নি জেনারেলের অফিস এবং সুপ্রিম কোর্ট বার।

বিচারপতি জিনাত আরা আপিল বিভাগে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী বিচারপতি। তিনি বিএসসি ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৭৮ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে নিয়োগ পেয়েছিলেন। এরপর ১৯৯৫ সালে পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ হন।

পরবর্তীকালে ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পরে তিনি স্থায়ী হন। এরপর ২০১৮ সালের ৮ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি নিয়োগ পান।

এর আগে, প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন নাজমুন আরা সুলতানা।

Exit mobile version