Site icon Jamuna Television

ভারতীয় নাগরিককে পাসপোর্ট দেয়ায় আটজনের বিরুদ্ধে মামলা

ভারতীয় নাগরিককে পুলিশের প্রতিবেদন গোপন করে পাসপোর্ট দেয়ার অভিযোগে রাজশাহী পাসপোর্ট অফিসের আটজনের বিরুদ্ধে মামলা।

একাধিক মামলায় অভিযুক্ত এক ভারতীয় নাগরিককে পুলিশের প্রতিবেদন গোপন করে পাসপোর্ট দেয়ার অভিযোগে রাজশাহী পাসপোর্ট অফিসের সাবেক সহকারী পরিচালকসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশিদ।

মামলার আসামিরা হলেন,ভারতীয় নাগরিক হাফেজ আহমেদ,রাজশাহী পাসপোর্ট অফিসের তৎকালীন সহকারী পরিচালক আবজাউল হোসেন, পাসপোর্ট অফিসের এমএলএস রঞ্জু লাল, অফিস সহায়ক হুমায়ুন কবির, উচ্চমান সহকারীর দেলোয়ার হোসেন,ডাটা এন্ট্রি অপারেটর আলমাস উদ্দিন,ইব্রাহিম হোসেন ও মুদ্রাক্ষরিক আব্দুল ওয়াদুদ।

মামলা সূত্রে ২০১৭ সালে নগর পুলিশের প্রতিবেদন উপেক্ষা করে ভারতের নাগরিক হাফেজ আহমেদকে পাসপোর্ট প্রদান করেন রাজশাহী পাসপোর্ট অফিস। একাধিক মামলার আসামি হাফেজ আহমেদ ওই পাসপোর্ট ব্যবহার করে দুবাই চলে যান। এ ঘটনায় অনিয়ম করায় আটজনকে অভিযুক্ত করে দুদক মামলা দায়ের করে।

Exit mobile version