Site icon Jamuna Television

কুষ্টিয়ায় ফটোসাংবাদিকের ওপর হামলা, আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ইরফান রানা নামে এক ফটো সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া শহরতলীর বারখাদা ত্রিমোহনী এলাকায় সংবাদ সংগ্রহের চিত্রধারণকালে তার ওপরে হামলা চালায় ভূমিদস্যুরা।

বারখাদা ত্রিমোহনী এলাকায় কয়েকজনের ব্যক্তি মালিকানা জায়গায় জোরপূর্বক বালি ফেলে এক ব্যক্তির বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দেয়াসহ তাদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে ছুটে যায় ইরফান রানা।

ঘটনাস্থলে পৌঁছে বালি ফেলে জায়গা দখলের স্থানটি ক্যামেরায় ধারণকালে কয়েকজন অভিযুক্তরা এসে ওই ফটো সাংবাদিকের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয়। এ সময় ক্যামেরার মেমোরি কার্ড নিয়ে ক্যামেরাটি আছড়ে ভেঙ্গে ফেলে।

এঘটনায় অভিযান চালিয়ে পুলিশের সহযোগিতায় দুজনকে আটক করা হয়।

ইরফান রানা যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধির সহযোগী ও ফটো সাংবাদিক। এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কুষ্টিয়া প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিষ্ট এ্যসোসিয়েশনসহ কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

Exit mobile version