Site icon Jamuna Television

আবরার হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে নেয়ার সিদ্ধান্ত নিল সরকার

নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। ফাইল ছবি।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০০২ এর ধারা ৬-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার এ-সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছেন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য পাওয়া গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে ঢাকা দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এ স্থানান্তরিত হবে। হত্যাকাণ্ডের পর আবরারের পরিবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ মামলাটি জরুরি বিবেচনা করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে অনুরোধ জানিয়েছিলেন।

Exit mobile version