Site icon Jamuna Television

বরিশালে ৪ ইতালি ফেরত হোম কোয়ারেন্টাইনে

বরিশাল প্রতনিধি:
বরিশালের গৌরনদী উপজেলায় সদ্য ইতালি থেকে আসা ৪ জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) থেকে তারা সেলফ কোয়ারেন্টাইনে রয়েছে বলে নিশ্চিত করেছেন বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। তবে আতঙ্ক ছড়াতে পারে এ কারনে ৪ প্রবাসীর নাম পরিচয় প্রকাশ করেননি তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন জানান, গেল ২ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে গ্রামের বাড়ি গৌরনদীতে আসেন ৪ ইতালি প্রবাসী। গ্রামে ফিরে স্বাভাবিকভাবেই সবার সাথে মেলামেশা করছিলেন তারা। এরই মধ্যে ১০ মার্চ বিষয়টি জানতে পারেন উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা। এরপর থেকেই তাদের সেলফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তবে তাদের শরীরের এখন পর্যন্ত করোনাভাইরাসের কোন উপসর্গ লক্ষ্য করা যায় নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।

Exit mobile version