Site icon Jamuna Television

বিক্ষোভকারীদের ‘কারাগারে’ আমন্ত্রণ জানালেন পুতিন

রাশিয়ায় সংবিধান সংশোধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সেদেশের নাগরিকরা। প্রশাসন এবং পুলিশী কড়াকড়ি উপেক্ষা করে মস্কোর রেডস্কয়ারে এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন তারা।

সমাবেশে প্রেসিডেন্ট পুতিনের পদত্যাগের দাবিও জানানো হয়। বুধবার রুশ পার্লামেন্ট দুমায় রুশ সংবিধান সংশোধনে ভোটাভোটি হয়। আইনপ্রণেতাদের নিরঙ্কুশ সমর্থনে পাস হয় বিলটি। ফলে ২০৩৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন ভ্লামিদির পুতিন। এ ইস্যুতে ২২ এপ্রিল গণভোটের তারিখ নির্ধারণ করা হয়।

এদিকে মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিক্ষোভারীদের কঠোর সমালোচনা করে বলেন, এই অগ্রহণযোগ্য প্রতিবাদে অংশ নেওয়া অংশগ্রহনকারীদের কারাগারে আমন্ত্রণ জানাই। যারা এই অসমর্থিত সমাবেশে অংশ নিয়েছে তাদের জেলে যাওয়া উচিত মনে করছি। রাষ্ট্র পরিচালিত নিউজ এজেন্সি টিএএসএস এই তথ্য প্রকাশ করেছে।

Exit mobile version