Site icon Jamuna Television

ছুটিতে আসা প্রবাসীদের আপাতত না ফেরার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর

ফাইল ছবি

মধ্যপ্রাচ্য থেকে যারা ছুটিতে দেশে এসেছেন তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একইসাথে ছুটিতে যে সকল প্রবাসীরা দেশে এসেছেন তাদের আপাতত না ফেরার পরামর্শ দিয়েছেন মন্ত্রী।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ৫ দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, পর্যবেক্ষণ সময় হিসেবে ১৫দিন নির্ধারণ করা হয়েছে। প্রবাসীদের ছুটি শেষ হলেও কেন সমস্যা নেই। যারা ছুটিতে দেশে এসেছেন তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

Exit mobile version