Site icon Jamuna Television

করোনা আতঙ্ক: ভারতগামী সব রুটের বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত

আগামীকাল থেকে ভারতগামী সব রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। করোনাভাইরাস নিয়ে ভিসা বন্ধে ভারতের ঘোষণার পরপরই এই সিদ্ধান্ত নিলো মালিক সমিতি।

তবে আজ রাতের শিডিউল অনুযায়ী সব বাস ছেড়ে যাবে। সীমিত আকারে বর্ডার পর্যন্ত বাস চলবে। এদিকে, ভারতে যাওয়া মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। তবে, কাল সকালে যে ট্রেন যাওয়ার কথা তা নির্ধারিত সময়ে ছেড়ে যাবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Exit mobile version