Site icon Jamuna Television

জাপায় দু’টির বেশি পদে কেউ থাকতে পারবেন না: রাঙ্গা

জাতীয় পার্টিতে দু’টির বেশি পদে কেউ থাকতে পারবেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। বৃহস্পতিবার সকালে প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

রাঙ্গা বলেন, পার্টির কয়েকজন একাধিক পদে আছেন। দলে অবদান অনুযায়ী ত্যাগি নেতাদের জায়গা দেয়া ও শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসছে ২০ মার্চ পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালন করবে দল। একইসাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীরও আয়োজন থাকবে বলে জানান তিনি।

Exit mobile version