Site icon Jamuna Television

আখাউড়ায় তিতাস ট্রেন থেকে কার্টুনে মোড়ানো যুবকের লাশ উদ্ধার

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়ায় ট্রেন থেকে হাত-পা বাঁধা ও কার্টুনে মোড়ানো অজ্ঞাত (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে তিতাস কমিউটার ট্রেনের একটি বগি থেকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে।

রেলওয়ে পরিচ্ছন্ন কর্মী উত্তম সাহা বলেন, তিতাস কমিউটার ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আখাউড়া পর্যন্ত শেষ গন্তব্যে আসে। ট্রেন স্টেশনে আসার পর প্রতিদিনের মতে পরিস্কার করতে থাকি। ‘ঘ’ বগি পরিস্কার করার সময় বাথ রুমের কাছে একটি বড় কার্টুন পড়ে থাকতে দেখি। কোন বিদেশি মানুষ ফেলে গেছেন মনে করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস কে বলেন, ট্রেন থেকে কার্টুন নামিয়ে সন্দেহ হলে কার্টুন খোলে হাত-পা বাঁধা যুবকের মরদেহ পাওয়া যায়।

ওসির ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও এ যুবককে হত্যা করে লাশ গোপনের জন্য কার্টুনে ভরে ট্রেনে ফেলে রেখে যায়। তবে লাশের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।

Exit mobile version