Site icon Jamuna Television

করোনা প্রতিরোধে নির্দেশনা না মানলে ব্যবস্থা: আইইডিসিআর

করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানলে সংক্রামক নিয়ন্ত্রণ আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে। এ তথ্য জানিয়েছেন আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ সকালে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

এসময় তিনি আরো বলেন, তিনজন ছাড়া দেশে এখন পর্যন্ত নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে গেছেন। একজন বাসায়ও ফিরেছেন। করোনা সন্দেহ হলে আইইডিসিআরে না এসে হটলাইনে ফোন দেয়ার পরামর্শ দেয়া হয় ব্রিফিং থেকে। গেল ২৪ ঘণ্টায় হটলাইনে ফোন গিয়েছে ৪ হাজার ৩২৯টি।

আইইডিসিআর জানায়, করোনা সন্দেহে ২৪ ঘণ্টায় ২৪ জনকে পরীক্ষা করা হয়েছে। সতর্কতা হিসেবে বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হবার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

Exit mobile version