Site icon Jamuna Television

নেত্রোকাণায় হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি:
হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে শুক্রবার দুপুরে নেত্রকোণার কলমাকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শালেঙ্গা গ্রামের মঞ্জু খানকে- মিষ্টার খাঁ সহ তার পক্ষের লোকজন পিটিয়ে হত্যা করার প্রতিবাদে ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে নেত্রকোণা-কলমাকান্দা সড়কের পাবই মোড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য রেজু আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান নায়েব আলী তালুকদারসহ স্থানীয় লোকজন। এ সময় বক্তারা বলেন, যারা মঞ্জু খানকে পিটিয়ে হত্যা করেছে তারা মামলা করায় বাদী পক্ষকে হুমকী ধামকী দেয়া হচ্ছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান তারা।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারী দুপুরে দুপক্ষের সংঘর্ষে মঞ্জু খান আহত হলে তাকে প্রথমে নেত্রকোণা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর ৪ র্মাচ চিকিৎসাধীন অবস্থায় মারা যান মঞ্জু খান।

Exit mobile version