Site icon Jamuna Television

এবার পেছালো আইপিএল

করোনাভাইরাসের কারণে এবার পেছালো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসর ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে।

ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকইনফো জানায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২০ আগামী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনভাইরাস প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় তা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির বরাতে এ তথ্য জানানো হয়।

এর আগে ভারত সরকার সম্প্রতি ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশে যাওয়ার জন্য সব ভিসা স্থগিত করে। এছাড়া বিভিন্ন রাজ্য সরকারও তাদের রাজ্যগুলিতে বড় জনসমাবেশ সীমাবদ্ধ করার আহ্বান জানিয়েছে।

Exit mobile version