Site icon Jamuna Television

করোনা থেকে বাঁচতে জুমার নামাজে বিশেষ দোয়া

ফাইল ছবি

জুম্মার নামাযে করোনাভাইরাস থেকে দেশের মানুষকে বাঁচাতে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ দোয়া মোনাজাতে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এসময় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিবুল্লাহিল বাকি নদভী করোনাতে আক্রান্ত মানুষকে মসজিদসহ জনসমাগম হয় এমন স্থানে না আসার জন্য আহবান জানান। আক্রান্ত হলে চিকিৎসা নেয়া সুন্নত বলে খুতবাতে জানানো হয়। তবে ৫ ওয়াক্ত নামাজ পড়লে ৫ বার ওযু করতে হয় বলে মুসলমানরা এ রোগে কম আক্রান্ত হচ্ছে বলে জানানো হয়।

পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তাই ইসলামী নিয়ম কানুন সঠিকভাবে মানা হলে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব। এমন সব রোগ আল্লাহর কোনো গজব নয়, এগুলো আল্লহর তরফ থেকে হুশিয়ারি বলেও খুতবাতে জানানো হয়। করোনা ভাইরাস সারাবিশ্বের মানুষের জন্য একটা সামাজিক অবরোধ। এ অবরোধ দূর করতে পরিস্কার পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই।

Exit mobile version