Site icon Jamuna Television

প্রকাশ্যে শিক্ষককে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্নকোলা গ্রামে আসাদুল বারী খান (৪২) নামে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল বারী খান পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্নকোলা গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে। সে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আসাদুল বারী খানের ভাতিজা সাদ্দাম খান বলেন, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে আসাদুল বারী খান নিজ গ্রামে তার অসুস্থ চাচা মোঃ খলিলুর রহমান খান (৯০) কে দেখে ফিরছিলেন।এসময় একদল দুবৃর্ত্ত তাকে ধরে নিয়ে গিয়ে পায়ে এবং বুকে গুলি করে হত্যা করে গড়াই নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। সকাল সাড়ে ৯টায় পাংশা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় এখনও কোন মামলা হয়নি।

Exit mobile version