Site icon Jamuna Television

অ্যালকোহল পানে কমে করোনার ঝুঁকি; বার্তাটি ভুয়া, জানালো হাসপাতাল কর্তৃপক্ষ

সম্প্রতি অ্যালকোহল পানে করোনাভাইরাসের জীবাণু ক্ষয় হয়ে যায় বলে একটি রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা অনেকেই বিশ্বাস করা শুরু করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসের সেইন্ট লুকিস হাসপাতালের প্যাডে এমন নির্দেশনা সম্বলিত এক বার্তায় লিখা ছিল যে ‘গবেষণা করে দেখা গেছে অ্যালকোহল পানের কারণে করোনাভাইরাস আক্রান্তের ঝুঁকি কমে যেতে পারে।’

তবে এই বার্তাকে ভুয়া বলে জানিয়েছে সেইন্ট লুকিস হাসপাতাল। তাদের দাবি তারা এমন কোনো বার্তা দেয়নি। অনলাইনে কে বা কারা তাদের প্যাডের নকল করে এমন বার্তা ছাড়িয়ে দিচ্ছে। এসময় তারা এসব ভুয়া খবর থেকে সতর্ক থাকার পরামর্শও দেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র ফ্যাক্ট চেক-এ উঠে আসে এমন তথ্য।

ইন্ডিয়া টুডে জানায়, তারা ওই হাসপাতালের সাথে যোগাযোগ করে এরকম কোনো নির্দেশনার কথা জানতে পারেননি। সেই সাথে ওই নির্দেশনাটি তাদের নয় বলেও নিশ্চিত হয়েছেন।

ফেসবুকে ‘আফটার ড্রিংকিং কনফেশন’ নামে একটি পেজ থেকে গত ৭ মার্চ এই বার্তাটি ছড়ানো হয়।

Exit mobile version