Site icon Jamuna Television

আকাশপথের পাশাপাশি স্থলপথও বন্ধ করল ভারত

আকাশপথের পাশাপাশি স্থলবন্দর দিয়ে সড়ক পথেও যোগাযোগ বন্ধ করে দিয়েছে ভারত।
করোনাভাইরাস ঠেকাতে ভারত সরকারের সতর্কতার অংশ হিসেবে বন্ধ হলো করা হল স্থল যোগাযোগ ব্যবস্থা।

সময়সীমা আজ বিকেল পর্যন্ত বলা হলেও কুমিল্লার বিবিরবাজারে তা বন্ধ রাখা হয় সকাল থেকেই। অন্য বন্দর দিয়ে সারাদিন যাত্রী আসা-যাওয়া করেছে যথারীতি।

তবে যে কোন দিনের তুলনায় সেই সংখ্যা ছিল অনেক কম। আগেই ভারতগামী সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে বাস মালিক সমিতি।

Exit mobile version