Site icon Jamuna Television

রংপুরে বিএনপি নেতা ‘ভরসা’র জানাযায় লাখো মানুষের ঢল

বরেণ্য শিল্পপতি ভরসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি আলহাজ রহিম উদ্দিন ভরসার নামাজের জানাযায় শুক্রবার বাদ আসর লাখো মানুষের ঢল নামে।

রাজধানীর বাইরে তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় হারাগাছ বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে। লোক সংকুলান না হওয়ায় একই মাঠে দুইটি নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রংপুর বিভাগ এবং সারাদেশ থেকে তাঁর নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতাকর্মীসহ কয়েক লাখ মানুষ তার নামাজে জানাযায় অংশ নেন। শ্রদ্ধা ভালোবাসায় তাকে দাফনের পর আল্লাহর কাছে রুহের মাগফেরাত কামনা করেন জানাযায় অংশগ্রহনকারীরা।

গত বুধবার বেলা ১ টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। বুধবার রাতে ধানমন্ডিতে বৃহস্পতিবার সংসদ ভবনের দক্ষিন প্লাজায়ও তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে হারাগাছসহ রংপুরে শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version