Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষঃ নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। দুপুরে পাকশিমূল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মসজিদ এবং মাদ্রাসার অর্থ আত্মসাৎ নিয়ে দেওয়ান গোষ্ঠী ও খা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ। দ্বন্দ্বের জেরে গতকাল থেকে দুই পক্ষের সংঘর্ষ হয়। সকালেও দফায় দফায় সংঘর্ষ হলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।

স্বজনদের দাবি, পুলিশের লাঠির আঘাতে শামসুল হক চৌধুরী নামে একজনের মৃত্যু হয়। তবে পুলিশ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

Exit mobile version