Site icon Jamuna Television

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মো. মেসবাহ উদ্দিন(২৭), আবুল কালামের ছেলে মিজানুর রহমান(২৩), মৃত শহর মুল্লুকের ছেলে মো. ইমান হোসেন(২৫), নয়াপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মোঃ মোস্তাফা কামাল(২৪)।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ এর নেতৃত্বে বৃহস্পতিবার রাত থেকে অভিযানের একপর্যায়ে শুক্রবার সকালে কাঞ্জরপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

কক্সবাজার ডিবি পুলিশের পরিদর্শক শেখ আশরাফুজ্জামান শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইয়াবাসহ ধৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে ৬ জনকে পলাতক আসামী করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version