Site icon Jamuna Television

চাঁদপুরের বিদেশ ফেরত ৬০৮ জন কোয়ারেন্টাইনে

নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:

চাঁদপুরে গত ১৫ দিনে বিদেশ ফেরত চাঁদপুরের ৬০৮ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জানান ২৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফেরত আসেন ৬০৮ জন ব্যক্তি। আমরা তাদের তথ্য সংগ্রহ করে যার যার নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনের থাকার নির্দেশ দিয়েছি।

বিষয়গুলো তদারকি করছে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ, পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ বিভাগ।

অপরদিকে পুরো জেলায় ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ডসহ সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

Exit mobile version