Site icon Jamuna Television

উন্নয়ন কাজে জমি অধিগ্রহণ করলে ৩ গুণ বেশি অর্থ : প্রধানমন্ত্রী

উন্নয়নের স্বার্থে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোয়াখালী এলাকার জলাবদ্ধতা নিরসনে বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।

এসময় প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হবে তাদের বর্তমান মূল্যের চেয়ে তিনগুণ বেশি অর্থ দেয়া হবে।

২০২১ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে জলাবদ্ধতা নিয়ে নোয়াখালীবাসীর আর কষ্ট থাকবে না। তিনি জানান, নোয়াখালীর উন্নয়নে আওয়ামী লীগ অনেক উন্নয়ন কাজ হাতে নিলেও পরে বিএনপি-জামায়াত সরকার সেগুলো বন্ধ করে দেয়। উন্নয়নের ধারা বন্ধ করাই বিএনপি’র কাজ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

যমুনা অনলাইন: টিএফ

 

Exit mobile version