Site icon Jamuna Television

ভারতের সাথে এবার বন্ধ হলো রেল যোগাযোগও

সড়ক ও আকাশপথের পর এবার বন্ধ হয়ে গেলো ভারতের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ। আজ সকালে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রসের শেষ ট্রেনটি।

করোনাভাইরাস ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে আগামী এক মাস বন্ধ থাকবে এ ট্রেনের যাত্রা। যদিও শেষ ট্রেনে সাধারণ বাংলাদেশি যাত্রীদের কেউ যেতে পারেননি। বাছাই করে, কেবল বিশেষ ভিসাধারীদের ট্রেনে উঠতে দেন ইমিগ্রেশন কর্মকর্তারা। যাত্রীদের বেশিরভাগই ছিলেন ভারতীয় নাগরিক, দেশে ফিরছেন তারা। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

এর আগে, গতকালই ভারতের সাথে বন্ধ হয়ে যায় বিমান ও বাস চলাচল। এখন পর্যন্ত যা সিদ্ধান্ত, তাতে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দুই দেশের যোগাযোগ।

Exit mobile version