Site icon Jamuna Television

সাত মাস পর মুক্ত হলেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী

দীর্ঘ সাত মাস পর বন্দিদশা থেকে মুক্তি পেলেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। শুক্রবার গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেয়া হয় ৮২ বছর বয়সী এ নেতাকে।

গেলো বছর ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বিলোপের পর জননিরাপত্তা আইনে আটক করা হয় শতাধিক নেতাকে। এখনও বন্দি আছেন ফারুক আবদুল্লাহ’র ছেলে ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিসহ অনেকে।

মুক্তির পর ফারুক আবদুল্লাহ বলেন, আটক নেতাদের মুক্তি না হওয়া পর্যন্ত রাজনৈতিক কোন ইস্যু নিয়ে মন্তব্য করবেন না তিনি। এর আগে আটক নেতাদের মুক্তির দাবিতে ৮টি রাজনৈতিক দল যৌথ প্রস্তাব পাঠায় ক্ষমতাসীন বিজেপির কাছে।

Exit mobile version