Site icon Jamuna Television

করোনা: অভিনেত্রী মিমিকে দেশে না ফেরার পরামর্শ

করোনা আতঙ্কের মধ্যেই লন্ডন গেলেন কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় মুখে মাস্ক পরে একটি ছবি পোস্ট করে নিজেই লন্ডনে যাওয়ার কথা জানিয়েছেন।

তবে করোনাভাইরাসের কারণে লন্ডন থেকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন ভক্তরা।

মিমি লিখেছেন, ‘কিছু কাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তাই লন্ডন যেতেই হচ্ছে। তার জন্য যতরকম সাবধনতা অবলম্বন করতে হয় করব।’

এদিকে মিমির মাস্ক পরা ছবি পোস্টের নিজে কমেন্টের বন্যা বয়ে গেছে।

কেউ লিখেছেন, ‘আপনি মাস্ক পেয়েছেন, আমরা পাইনি।’ কেউ আবার লিখেছেন, ‘দয়া করে আর দেশে ফিরবেন না।’

কেউ আবার মিমিকে সতর্ক করে লিখেছেন, ‘লন্ডন এক্কেবারেই নিরাপদ নয়, আপনার এই যাত্রা বাতিল করুন।’

Exit mobile version