Site icon Jamuna Television

ব্রিটেনে করোনা নিয়ে শিশুর জন্ম

সারাবিশ্বে আতঙ্ক ছড়িয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজার ৪০৩ জন মানুষ মারা গেছে।

এবার ব্রিটেনে মায়ের গর্ভ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে জন্মালো এক শিশু। শিশুটি বিশ্বের সর্বকনিষ্ঠ করোনা আক্রান্ত বলে মনে করা হচ্ছে। ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।

করোনো আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে সন্তান জন্মদানের আগেই ব্রিটেনে এক গর্ভবতীকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু তার টেস্টের রেজাল্ট আসার আগেই জন্ম নেয় এই শিশু। জন্মের পরপরই শিশুটিকেও টেস্ট করা হয়। রেজাল্ট আসে পজিটিভ।

মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটিকে ওই হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও নিশ্চিত হওয়া যায়নি গর্ভে থাকাকালীন না জন্মের সময় শিশুটি করোনা আক্রান্ত হয়েছে।

ব্রিটেনে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৭৯৮ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। তবে আশঙ্কার বিষয় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

Exit mobile version