Site icon Jamuna Television

অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত শিক্ষকরা

টানা পঞ্চম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষকরা। ঠাণ্ডা এবং ক্ষুধায় বেশিরভাগ শিক্ষক ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। ফুটপাতে স্যালাইন লাগিয়ে অনশন কর্মসূচিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। তবে, অসুস্থ হয়ে পড়লেও ওষুধ গ্রহণে রাজি হননি শিক্ষকরা।

এ বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস চান তারা। সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে ঘোষণা ছাড়া কর্মসূচি প্রত্যাহার হবে না জানিয়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। আমরণ অনশনে যাওয়ার আগে প্রেসক্লাবের সামনে প্রায় এক সপ্তাহ অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version