Site icon Jamuna Television

সিরিয়ার বিদ্রোহীদের ছোড়া শেলে ৭টি রুশবিমান বিধ্বস্ত!

সিরিয়ার মেইমিম বিমান ঘাঁটিতে অবস্থানরত ৭টি রুশ বিমান ধ্বংস করেছে বিদ্রোহীরা। বুধবার রুশ গণমাধ্যমগুলো এমন দাবি করেছে।

বিদ্রোহীদের ছোড়া শেলে ধ্বংস হয়েছে ৪টি বোমারু বিমান, ২টি ফাইটার জেট ও একটি পরিবহন বিমান। ২০১৫ সালে সিরিয়ায় বিমান হামলা শুরু করার পর থেকে এটিই রাশিয়ার সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি বলে ধারণা করা হচ্ছে। এতে ১০ সেনা আহত হয়েছে বলেও প্রাথমিক সূত্রে জানা গেছে।

গেলো মাসে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর মেইমিমকেই স্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিলো রাশিয়া। অবশ্য বিমান ধ্বংসের এই ঘটনা সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Exit mobile version