Site icon Jamuna Television

ক্রিকেটারদের হ্যান্ডশেক করতে মানা করল বিসিবি

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-২০২০।এবারের আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু ডিপিএল। রোববার থেকে শুরু হচ্ছে এর খেলা।এতে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে হ্যান্ডশেক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিসিবি।

সাধারণত ডিপিএলে দর্শক সমাগম খুব একটা হয় না। তবু খেলোয়াড়দের নিরাপদ ও শঙ্কামুক্ত রাখতে করমর্দন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে তারা। মারাত্মক সংক্রামক ও ছোঁয়াচে করোনা শারীরিক স্পর্শের মাধ্যমে সহজেই ছড়াতে পারে। মূলত এ কারণেই তা করতে ক্রিকেটারদের নিরুৎসাহিত করেছে বোর্ড।একইসঙ্গে মাঠে আসার বিষয়ে দর্শকদের বারণ করেছে তারা।

টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, করোনার বিষয়ে সচেতন করতে এবং প্রয়োজনীয় নির্দেশনা দিতে সব দলের ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসবে বোর্ড ও সিসিডিএম।

এছাড়া আসর চলাকালে কোনো ক্রিকেটার অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে টিম ম্যানেজমেন্টকে অবহিত করার জন্য নির্দেশ দিয়েছে বিসিবি। খেলোয়াড়দের সুস্থতা ও সুরক্ষায় লিগজুড়ে বোর্ডের মেডিকেল টিম কাজ করবে।

Exit mobile version