Site icon Jamuna Television

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিল আইসিসি

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের এইসময়ে মার্চ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সব ধরণের সভা আইসিসির সদর দপ্তর দুবাইয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে। খবর পাক গণমাধ্যম দুনিয়া নিউজ’র।

আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয় সদস্যদের নিরাপত্তা ও ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুধুমাত্র জরুরী সিদ্ধান্তগুলোই নেয়া হবে বলে জানায় আইসিসি। আর পূর্ণাঙ্গ সভার সময়সূচী মে মাসের মধ্যেই পুনরায় নির্ধারন করা হবে বলে জানায় তারা।

Exit mobile version