Site icon Jamuna Television

হজ ক্যাম্প ছেড়ে ‘হোম কোয়ারেন্টাইনে’ ইতালি ফেরত সেই ১৪২ জন

বিমানবন্দর থেকে আশকোনায় হজ ক্যাম্পে নেয়া ইতালি ফেরত ১৪২ বাংলাদেশিকে ‘হোম কোরায়ান্টাইনে’ পাঠানো হয়েছে। পরীক্ষার পর করোনাভাইরাসের লক্ষণ না পাওয়ায় তাদের হজ ক্যাম্প থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

শনিবার রাত ৯টার দিকে আশকোনা হজ ক্যাম্পের সামনে গণমাধ্যমকে তিনি জানান, তাদের বাড়ি পর্যন্ত নজরদারিতে রাখা হবে। বাড়ি গিয়েও তারা কোয়ারেন্টাইনের শর্ত পালন করবেন। এছাড়া, সন্ধ্যায় দেশে ফেরা ৫৯ জনের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার সকালে দুবাই হয়ে ঢাকায় অবতরণ করেন ১৪২ জন ইতালি প্রবাসী। বাসে করে তাদের নিয়ে যাওয়া হয় আশকোনার হজ্ব ক্যাম্পে। তাদের কোয়ারেন্টাইন নিয়ে দিনভর সিদ্ধান্ত পরিবর্তিত হয়। প্রথমে বিমানবন্দর থেকে ক্যাম্পে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর তাদের ছেড়ে দিয়ে ‘হোম কোয়ারেন্টাইন’র কথা বলা হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, ক্যাম্পেই রাখা হবে তাদের। এসবের মাঝে উত্তেজিত হয়ে পড়েন অনেক প্রবাসী। তারা অভিযোগ করেন, অব্যবস্থাপনা-অপরিচ্ছন্নতার। এমনকি একজন বেরিয়ে চলে যান পরীক্ষা না করে।

Exit mobile version