Site icon Jamuna Television

পাকিস্তান সফরে যাওয়ার সুযোগ কম :পাপন

বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে আগামী এপ্রিলে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

শনিবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,পাকিস্তান সফর নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তবে করোনাভাইরাস ইস্যুতে সফর স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি আরও বলেন, আমরা এখনও সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তবে আমরা দুই একদিনের মধ্যেই জানাতে পারবো আসলে কি হতে যাচ্ছে। তবে সব জায়গায় যেভাবে ভ্রমণে বিধিনিষেধ দিচ্ছে তাতে পাকিস্তান সফরের সুযোগ কমই মনে হচ্ছে।

বিসিবি সভাপতি আরও জানান, ক্লাবের ক্রিকেটারদের সাথে আলোচনা করে ঠিক হবে ঘরোয়া ক্রিকেট চলবে কিনা।

আগামী ৩ এপ্রিল করাচীতে একটি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। আর ৫-৯ এপ্রিল করাচীতেই দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে।

Exit mobile version