Site icon Jamuna Television

ইতালি থেকে ফিরেছেন আরও ১৫৫ বাংলাদেশি

ইতালি থেকে দেশে ফিরেছেন আরও ১৫৫ জন বাংলাদেশি। সকাল ৮টা ১০ মিনিটে দুবাই হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইটটি। এখন বিমানবন্দরে করা হচ্ছে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে হিট ডিটেক্টর দিয়ে সবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এরপর দেয়া হবে হেলথ কার্ড। সেখানে তারা কোথায় ভ্রমণ করেছেন এবং কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কিনা সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন। পরে ৪টি বাস করে এই ১৫৫ জনকে নেয়া হবে আশকোনার হজ ক্যাম্পে। সেখানে পরীক্ষার পর তাদের কোথায় কোয়ারেন্টাইনে রাখা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Exit mobile version