Site icon Jamuna Television

আশুলিয়ায় ব্রিফকেস থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় দূরপাল্লার একটি বাসে ব্রিফকেস থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার রাতে নবীনগর বাস স্ট্যান্ডে সেবা গ্রীনলাইনের একটি বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাসের হেলপারের দাবি, শুক্রবার নবীনগর বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী কালো রঙের ব্রিফকেস লকারে রেখে গাড়িতে ওঠে। পরে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় গাড়িটি। সেটি শনিবার আবার ঢাকায় আসার আগে হেলপার লকার খুললে ব্রিফকেসটি দেখতে পায়। বিষয়টি গাড়ির হেডঅফিসে জানালে ওই অবস্থায় নিয়ে আসতে বলা হয়। রাতে নবীনগরে আসার পর লকার থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। আশুলিয়া থানা পুলিশকে জানালে তারা পিবিআইকে খবর দেয়। পরে পিবিআই মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন এবং মুখে স্কচ টেপ মারা ছিলো।

Exit mobile version