Site icon Jamuna Television

পুবাইলের একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে ইতালি ফেরত ৫৮ জন

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাতে ইতালি থেকে দেশে ফেরেন আরও ৫৮ জন বাংলাদেশি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১টা ৫০ মিনিটে কাতার এয়ারের কিউআর-৬৪২ ফ্লাইটে দোহা হয়ে ঢাকায় ফেরেন তারা। বিমানবন্দরেই তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে বিশেষ ব্যবস্থায় এই ৫৮ জনকে নেয়া হয় গাজীপুরের পুবাইলের একটি হাসপাতালে। সেখানেই কোয়ারেন্টাইনে থাকবেন তারা।

এর আগে গতকাল সকালে ১৪২ জন এবং আজ সকালে ১৫৫ জন ইতালি থেকে দেশে ফেরে। ১৪২ জনকে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার শর্তে ছেড়ে দেয়া হয়।

Exit mobile version