Site icon Jamuna Television

ভারতে করোনায় আক্রান্ত ১০০

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০০ ছুঁলো। সবচেয়ে বেশি ৩১ জন আক্রান্ত মহারাষ্ট্রে। কেরালায় এ সংখ্যা ২২ জনে দাঁড়িয়েছে। রাজ্য সরকারগুলোর বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এদিকে, ইতালি থেকে ২১১ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছে ভারত। এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে আনা হয় তাদের। একই ফ্লাইটে বিশেষ বিবেচনায় আরও ৭ ইতালি প্রবাসীকে আনা হয়। ইরানে আটকে পড়া ২৩৪ ভারতীয়কে ফিরিয়ে আনার পরিকল্পনাও করা হচ্ছে। এদের মধ্যে ১৩১ জন শিক্ষার্থী ও ১০৩ জন মুসল্লি আছেন বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

Exit mobile version