নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের বাদেবহর এলাকার একটি বিল থেকে হারেছ উদ্দিন (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে লাশ উদ্ধার করা হয়।
জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে হারেছকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ ফখরুজ্জামান জুয়েল। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খেলা দেখতে বাড়ি থেকে বের হয়েছিলেন হারেছ। পরে অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুলিশের খবর দেয় নিহতের পারিবারের লোকজন। পরে ওইদিন রাতেই বাড়ির পাশের একটি বিলে হারেছের লাশ দেখে স্থানীয়রা পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
অতিরিক্তি পুলিশ সুপার মুহাম্মাদ ফখরুজ্জামান জুয়েল বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক সুরত হালে শরীরে স্ট্যাম্প দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি পূর্ব শুত্রুতার জের হতে পারে। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

